Friday, August 29, 2025
HomeScrollসুহানাকে হবু শাশুড়ির সিলমোহর!

সুহানাকে হবু শাশুড়ির সিলমোহর!

ওয়েব ডেস্ক: অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন আজকের নয়। একজন বচ্চন পরিবারের অন্যজন শাহরুখ পরিবারের। কিন্তু সম্প্রতি সুহানা খানের (Suhana Khan) একটি ফটোশুটে মুগ্ধ হয়েছেন অগ্যস্তর শ্বেতা বচ্চন নন্দা। অভিনেত্রীর দারুন এইসব ছবি প্রকাশ্যে আসতেই সেটা বচ্চন থেকে তার মেয়ে নভ্যা নাভেলি নন্দা অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আর তাতেই সিনেমা প্রেমীরা অগস্ত্য-সুহানার প্রেম নিয়ে আরো কৌতুহলোদ্দীপক হয়ে উঠেছেন। অনেকে নেটিজেনের কথায় বচ্চন পরিবারে এবার শাহরুখ কন্যার জায়গা অনেকটাই পাকা। এই গুঞ্জনে তোলপাড় এখন বলিপাড়া।

আরও পড়ুন: দেবের ‘রঘু ডাকাত’-এ এন্ট্রি সোহিনী-ইধিকার

মাঝেমধ্যেই এদিক ওদিক এই যুগলকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এমনকি বিদেশের মাটিতে অগ্যস্ত বোন নব্যা নভেলি নন্দাকে সঙ্গে নিয়ে সুহানার সঙ্গে ছুটি কাটিয়েছেন। এবার যেন শাহরুখ কন্যাকে হবু শাশুড়ি সিলমোহর দিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় যারা সুহানার গায়ের রং, সাজগোজ এমনকি তার লুক নিয়ে সমালোচনা করেন এবার তারা যেন চুপ। সোশ্যাল মিডিয়ায় সুহানা খানকে গোল্ডেন বডিকন পোশাকে দেখা গিয়েছে। খোলা চুলে ধরা দিয়েছেন তিনি অনেকেই লিখেছেন তার এই লুক ককটেল পার্টির জন্য অনবদ্য। তার গ্ল্যামারাস মেকআপ অনেককে আকর্ষণ করেছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News